ব্যাটারি ও ডাটা সাশ্রয়ী লাইট অ্যাপ

হাসিবুর
লিখেছেন -
0
বর্তমান সময়ে জনপ্রিয় সব অ্যাপের ফাইল সাইজ প্রতিনিয়ত বৃদ্ধি হতেই চলেছে। আপনার হাতে থাকা স্মার্টফোনেরর স্টোরেজ এবং মেমোরি ও কম হওয়ায় কারণে ফেসবুক, ইউটিউবের মতো অ্যাপগুলো ব্যবহার করা অসম্ভব মনে হতে পারে। তবে হ্যাঁ সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে জনপ্রিয় সব অ্যাপ সমুহের লাইট ভার্সন বানিয়ে ফেলছে ডেভলপারগণ।
ব্যাটারি ও ডাটা সাশ্রয়ী লাইট অ্যাপ

লাইট অ্যাপগুলো ব্যবহার করার অনেক ধরনের সুবিধা আছে। লাইট অ্যাপ্লিকেশান গুলির ফাইল সাইজও অনেক কম হয়ে থাকে। যার কারণে ফোনের মধ্যে কম যায়গা দখল করেও সঠিকভাবে চলে অ্যাপগুলো। এছাড়াও কম র‍্যামের ফোনগুলোতে এই লাইট অ্যাপগুলো ব্যবহার করে যায় ভালোভাবে, লাইট অ্যাপগুলো সাধারণ অ্যাপগুলির থেকে যেকোন মোবাইল ফোনে স্মুথলি চলে। লাইট অ্যাপগুলো ব্যবহার করে মোবাইলের ডাটা সেভ করার পাশাপাশি স্মার্টফোনের ব্যাটারিও খরচ কম হয়। তোহ চলুন জেনে নেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি ও ডাটা সাশ্রয়ী সেরা ১০টি লাইট অ্যাপস বা এমন কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় লাইট অ্যাপ সম্পর্কে।

গুগল ম্যাপস গো

ন্যাভিগেশনে স্মার্টফোনের ব্যবহার নতুন কোনো কিছু নয়। তবে গুগলের অরজিনাল ম্যাপ অ্যাপটি কিছুটা হেভি রিসোর্স হওয়ার কারণে সকল ধরনের মোবাইল ফোনে এই অ্যাপটি স্মুথলি চালানো সম্ভব হয় না বা দুরুহজনক হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য বিকল্প আছে গুগল ম্যাপসের লাইট ভার্সন, কম মেমোরি বা অল্প র‍্যামের ফোনগুলোতে সুন্দরভাবে ম্যাপ দেখার জন্য আপনি এই গুগল ম্যাপস গো অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপের সাইজ মাত্র ২মেগাবাইট হলেও অ্যাপটিতে আছে গুগল ম্যাপসের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গুগল ম্যাপস গো অ্যাপটি ব্যবহার করে আপনি ডিরেকশন সার্চ করা এবং খুঁজে পাওয়ার পাশাপাশি দেখতে পারবেন রিয়েল-টাইম ট্র‍্যাফিক রিলেটেড ডেটা। গুগল ম্যাপস গো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ফেসবুক লাইট

স্মার্টফোন আছে অথচ ফেসবুক ব্যবহার করেননা এই রকম লোক আমাদের দেশে খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার বলা চলে। অরজিনাল ফেসবুক অ্যাপটি স্মুথভাবে চালানোর জন্য ভালো র‍্যাম থাকা স্মার্টফোনের প্রয়োজন হয়। তবে হ্যাঁ ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করার জন্য আপনি যেকোনো কম র‍্যামযুক্ত স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে স্মুথভাবে।

ফেসবুক লাইট অ্যাপের ডাউনলোড সাইজ মাত্র ২ মেগাবাইটের চেয়ে কম হলেও এতে প্রায় ফেসবুকের প্রায় সব ফিচারই উপস্থিত রয়েছে। এত কম সাইজের একটি অ্যাপের মধ্যে কিভাবে ফেসবুকের এত সব ফিচার যুক্ত আছে, সেটা আসলেই ভাবার বিষয়। ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে আপনি ফেসবুক ব্রাউজিং, ছবি/ভিডিও পোস্টিং এমনকি চ্যাটিং করার সুবিধা আপনি উপভোগ করতে পারবেন। তাছাড়াও এই ফেসবুক লাইট অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে আপনি খুব কম ডেটা খরচ করে ফেসবুক ব্যবহার ব্যবহার করতে। ফেসবুক লাইট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মেসেঞ্জার লাইট

ফেসবুকের অন্যতম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হচ্ছে মেসেঞ্জার। তবে এই মেসেজিং অ্যাপ কিছুটা ভারী হওয়ায় সকল ফোনে সুন্দরভাবে বা স্মুথভাবে চালানো অনেকটা কষ্টকর হয়ে পড়ে। সেই সমস্যা থেকে সমাধানের জন্য আপনি ব্যবহার করতে পারেন মেসেঞ্জার লাইট অ্যাপটি। মেসেঞ্জারের জনপ্রিয় চ্যাটিং সুবিধার পাশাপাশি মেসেঞ্জার লাইট অ্যাপটি ব্যবহার করে আপনি মেসেঞ্জার অ্যাপের মতোই করে অডিও কল এবং ভিডিও কলে কথা বলতে পারবেন। তাছাড়াও মেসেঞ্জার লাইট অ্যাপটিতে চ্যাটিং করার জন্য স্টিকার ব্যবহারের সুবিধাও আছে। আপনার ফোনে যদি ইন্টারনেট স্পীড স্লো হয়ে থাকে তবুও এই মেসেঞ্জার লাইট অ্যাপটি আপনি খুব ভালোভাবেই চালাতে পারবেন।

ইন্সটাগ্রাম লাইট

ছবি শেয়ারিং এর জনপ্রিয় অ্যাপ, ইন্সটাগ্রাম এর কথা কমবেশি সবারই জানা। অ্যাপটি ফিচারসে ভরপুর হওয়ায় লো এন্ড ডিভাইসগুলোতে অ্যাপটি চালাতে সমস্যা হয়। সেক্ষেত্রে ইন্সটাগ্রাম লাইট অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। ইন্সটাগ্রাম লাইট অ্যাপটিতে ইন্সটাগ্রাম এর প্রায় সকল ফিচার, যেমনঃ ছবি বা ভিডিও পোস্টিং, স্টোরি দেখা বা পোস্ট করা, এমনকি চ্যাটিং এর সুবিধাও রয়েছে। এটি আসল ইন্সটাগ্রাম অ্যাপ এর চেয়ে কম ডেটা খরচ করে। ইন্সটাগ্রাম লাইট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

গ্যালারি গো বাই গুগল

যেকোন ডিভাইসের জন্যে আদর্শ গ্যালারি অ্যাপ হচ্ছে গুগলের গ্যালাক্সি গো অ্যাপ। অন্যান্য সকল গ্যালারি অ্যাপের মতো ছবি এবং ভিডিও ব্রাউজ করার সুবিধার পাশাপাশি এই অ্যাপটিতে আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন- এই গ্যালারি গো অ্যাপটিতে আছে রিসাইকেল বিনের মতো সুবিধা, যেখানে আপনার ডিলেট করা ছবি ৩০ দিন পর্যন্ত সেভ করা রাখতে পারবেন।

এই সুবিধাটি থাকার ফলে ভূলেই হয়ে যাওয়া ডিলেট করে দেওয়া ছবি অথবা ভিডিও ফিরে পাওয়া সম্ভব হবে। এছাড়াও গ্যালারি গো অ্যাপটির আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে বিভিন্ন রকমের ছবি যেমন- সেলফি, ল্যান্ডস্ক্যাপ, ইত্যাদিকে আলাদা আলাদা ক্যাটাগরিতে সজ্জিত রাখতে পারবেন। এছাড়াও ছবি অথবা ভিডিও কে টুকটাক বেসিক এডিটিং এর সুবিধার মতো ফিচার তো থাকছেই। গ্যালারি গো বাই গুগল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ফাইলস বাই গুগল

যেকোনো এন্ড্রয়েড স্মার্টফোনের ফাইল ম্যানেজমেন্টের জন্য একটি অ্যাপ থাকা দরকার। আপনি ব্যবহার করতে পারেন এই ফাইলস বাই গুগল অ্যাপ্লিকেশানটি। এই অ্যাপটি সাইজে কম মেগাবাইট হওয়ার পাশাপাশি অ্যাপটি ছোট প্যাকেটে বড় ধামাকার মতোই। ফাইল ম্যানেজমেন্টের পাশাপাশি অ্যাপটি স্টোরেজ ক্লিন করার টুলসের মতো ফিচার রয়েছে। তাছাড়াও ফাইলস বাই গুগল অ্যাপটি ব্যবহার করে অন্য এন্ড্রয়েড ফোনের সঙ্গে অ্যাপ, মিডিয়া অথবা যেকোন ফাইল আদান-প্রদান ও করা সম্ভব। ফাইলস বাই গুগল অ্যাপটিতে সেফ ফোল্ডার নামে একটি বৈশিষ্ট্য আছে, যে ফিচারটি ব্যবহার করার মাধ্যমে আপনি পিন অথবা প্যাটার্ন ব্যবহার কওরে যেকোনো ফাইল লক করে রাখতে পারবেন। ফাইলস বাই গুগল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শেয়ারইট লাইট

যাদের কাছে একটি ফোন থেকে অন্য আরেকটি ফোনে অফলাইনেই ফাইল শেয়ার করা খুব জরুরি একটি বিষয়, তাদের কাছে শেয়ারইট অপরিচিত কোন নাম নয়। তবে বর্তমানে শেয়ারইট অ্যাপের বিরক্তিকর বিজ্ঞাপন ও অতিরিক্ত বৈশিষ্ট্যের কারণে অ্যাপটি অনেকের কাছে ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে। সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করে দেখতে পারেন শেয়ারইট লাইট অ্যাপটি। অ্যাপটির ফাইল সাইজ আকারে ছোটো হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় কোনো ফিচার থাকছেনা এই অ্যাপটিতে। ফাইল শেয়ারিং করার পাশাপাশি আপনি মিউজিক প্লেয়ার অথবা ফাইল ম্যানেজমেন্টের জন্যও শেয়ারইট লাইট অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারবেন। শেয়ারইট লাইট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ইউটিউব গো

যাদের হাতে স্মার্টফোন আছে সে ইউটিউব দেখতে ভালোবাসেন না এমন সংখ্যা খুবই নগন্য। ইউটিউব অ্যাপটি যেকোন স্মার্টফোনে ভালোভাবে চললেও কিছু কিছু বাড়তি সুবিধার জন্যে ইউটিউব গো অ্যাপটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। মূলত মোবাইল ডাটা ইউজারদের জন্য এই ইউটিউব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এই অ্যাপটি অনেক বেশি কাজের। তাছাড়াও যাদের ফোনের র‍্যাম, স্টোরেজ কম তারা ইউটিউব গো অ্যাপটি ব্যবহার করে ফোনের মধ্যে থাকা মেমোরি কার্ডে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ভিয়া ব্রাউজার

অন্য কোনো অ্যাপ্লিকেশানের লাইট ভার্সন না হলেও শুধুমাত্র কার্যকরিতার বিচারে ভিয়া ব্রাউজার অ্যাপটিকে আমাদের এই তালিকায় উল্লেখ করেছি। কম মেগাবাইটের এই ব্রাউজার অ্যাপটি যেমন ফাস্ট ঠিক তেমনই ফিচারে ভরপুর। বড় বড় ব্রাউজার অ্যাপের কারণে যাদের ফোনে ইন্টারনেট ব্রাউজিংয়ে ফোনে সমস্যা হয়, তাদের জন্যেই ভিয়া ব্রাউজার অ্যাপ একটি আদর্শ সমাধান হতে পারে। ভিয়া ব্রাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ইন্টারনেট স্পিড মিটার লাইট

আপনি কি আপনার ইন্টারনেটের রিয়েল-টাইম স্পিড সম্পর্কে জানতে চান? তবে ব্যবহার করতে পারেন ইন্টারনেট স্পিড মিটার লাইট। এই অ্যাপটি ফোনের স্ট্যাটাস বারে ডাটা ট্রান্সফার স্পিড প্রদর্শন করে। তাছাড়াও দৈনিক ও মাসিক আপনি কি পরিমাণে ডাটা ব্যবহার করছেন সেটির হিসাব রাখে এই অ্যাপটি। ইন্টারনেট স্পীড মিটার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!